প্রশাসনে এখনো সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৭
অ- অ+

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাসেরও বেশি সময়ে পেরিয়ে গেলেও এখনো প্রশাসনে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, প্রশাসনে সরকারের কর্তৃত্ব এখনো সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। এমন পরিস্থিতিতে যেকোনো নির্বাচনের আয়োজন করলে সেটা হবে বিপজ্জনক।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা বলেছি— এই সরকারের কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ রকম একটি ভঙ্গুর অবস্থা নিয়ে কীভাবে নির্বাচন করবেন! আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্ব লাগবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমি সরকারকে পরামর্শ দিয়েছি, আপনাদের একজন উপদেষ্টা ছদ্মবেশে বের হন। ছিনতাইকারীর কবলে পড়লে, থানা থেকে আহ্বান করলে কী সাহায্য পাওয়া যায় সেটা আপনারা সরেজমিনে দেখেন। আমার এই বক্তব্যের পরে সবাই সেখানে করতালি দিয়ে সমর্থন জানিয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, আমরা মনে করি এই সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব সুস্পষ্টভাবে হয়নি। এ রকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক। সংস্কার এবং কর্তৃত্ব না এনে নির্বাচন করলে সে নির্বাচন হবে অত্যন্ত খারাপ।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা