নিলামে উপেক্ষিত, তবুও হঠাৎ আইপিএলে যেভাবে ডাক পেলেন মুজিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
অ- অ+

ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। অর্থের ঝনঝনানিতে আইপিএল নজর কাড়ে সবার। এক আইপিএল খেলেই কোটি কোটি টাকা আয় করেন অনেক ক্রিকেটার। আর তাইতো আইপিএল খেলতে মুখিয়ে থাকেন অনেক ক্রিকেটার।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাপট দেখাচ্ছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। আর তাই তাদের চাহিদাও থাকে তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় শুরুর দিকেই আছেন ডানহাতি অফব্রেক স্পিনার মুজিব-উর-রহমান।

তবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলামে তার জায়গা মেলেনি। অবশ্য কারণও আছে, চোটের অস্বস্তি ছিল মুজিবের। যে কারণে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও নেই তিনি। এরই মাঝে মুজিব আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পেয়েছেন।

মূলত স্বদেশি সতীর্থ আল্লাহ মোহাম্মদ গাজানফারের চোট কপাল খুলে দিয়েছে এই আফগান অভিজ্ঞ তারকার। মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন গাজানফার। যে কারণে তাকে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে। যা নিয়ে গত বুধবার নিজেদের এক্স-হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৮ বছর বয়সী এই রহস্য স্পিনারের ছিটকে যাওয়ার কথা জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যার অর্থ, আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দেখা যাবে না তাকে।

ফলে গাজানফারের বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’

এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। কিন্তু তা একদিন পিছিয়ে ২২ মার্চ শুরুর কথা জানিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চের বদলে একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে। দিন বদলালেও প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। তাই সেই মাঠেই এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। সেটি হবে পূর্ব নির্ধারিত সময় ২৫ মে এবং ভেন্যু কলকাতার ইডেন।’

আসন্ন আইপিএলের জন্য গত বছরের শেষ দিকে মেগা নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলো ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কেনে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটিতে কিনে নেয় শ্রেয়াশ আইয়ারকে। তবে এবারের নিলামে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ জন থাকলেও, কেউ দল পাননি।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা