সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ঘটনাস্থলে তিন ব্যক্তি উপস্থিত ছিলেন। পূর্বের জমে থাকা বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এসময় মোশারফ ঘটনাস্থলে নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা জানার পর বিস্তারিত জানানো হবে।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন