শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় হিলারি ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ০৮:৪৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে আর বাকি মাত্র কয়েকঘণ্টা।বলা হচ্ছে, ইতিহাসে নজিরবিহীন বিদ্বেষপূর্ণ প্রচারণা পর্ব শেষে এই নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। হচ্ছে।

বিবিসি-র শেষ মুহূর্তের জরিপে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

প্রচারণার শেষ দিনে ফ্লোরিডায় ট্রাম্প বলেন, আমাকে ভোট দিয়ে দুর্নীতিবাজ রাজনৈতিক চক্র প্রত্যাখ্যানের এটিই শেষ সুযোগ। অপরদিকে পিটসবুর্গে হিলারির আহ্বান বিভাজন ঘুচিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার।

হিলারি ক্লিনটনের মেইলে বেআইনি কিছু নেই, গতকাল এফবিআই প্রধানের এমন ঘোষণার পর যেনো হাঁফ ছেড়ে বেঁচেছে হিলারি শিবির। ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ইমেইল করার ক্ষেত্রে হিলারি অসাবধান ছিলেন কিন্তু তাতে অপরাধমূলক কিছু পাইনি এফবিআই।

সেই সঙ্গে চাঙ্গা হয়েছে নানা দেশের স্টক মার্কেট। ওয়াল স্ট্রিটে শেয়ারগুলো দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা নয় দিন নিম্নমুখী থাকার পর ইউরোপ ও এশিয়ার বাজারে শেয়ারের ঊর্ধ্বগতি হয়েছে।

ফলে শেষ মুহূর্তের এমন গতি-প্রকৃতি হিলারি ক্লিনটনের নির্বাচনে জেতার সম্ভাবনা উন্নতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে তার বিরুদ্ধে কারচুপি করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা