প্রতিপক্ষের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত দুই

কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন।
মঙ্গলবার সকাল আটটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই মোশারফ হোসেন জানান, সকালে ইউপি চেয়ারম্যান মনিরসহ বেশ কয়েকজন গাড়িতে করে কুমিল্লা যাচ্ছিলেন। দাউদকান্দি উপজেলার গৌরিপুরে বাসস্ট্যান্ড এলাকায় আসার পর সন্ত্রাসীরা তাদের গাড়িতে হামলা চালায়। মনির হোসেন ও তার সহযোগীদের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনার পর সন্ত্রাসীরা চেয়ারম্যানসহ দুইজনকে গুলি করে। এবং তার অন্য সহযোগিদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আহতদের ঢাকায় নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। হামলার সঙ্গে কে বা কারা জড়িত তিনি তা বলতে পারেননি।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন