সমৃদ্ধ আমেরিকা গড়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ও বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করা এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিটে ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে শপথবাক্য পাঠ করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। তাকে ৩৫ শব্দের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এরপর উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। তারপর বক্তৃতা শুরু করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট তার অভিষেক ভাষণে আবারও ঘোষণা দেন, আমেরিকাই প্রথম। সবার আগে আমেরিকা। তিনি বলেন, ফাঁকা বুলির সময় শেষ। অতীত ভুলে এখন সময় ভবিষ্যতের জন্য কাজ করা।
আমেরিকায় বর্ণবাদের কোনো স্থান নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, এখানে সাদা-কালো সবাই সমান। তিনি্ আরো বলেন, অবকাঠামোগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের শ্রমিকরাই কাজ করবে। কমানো হবে সামরিক বাজেট।
এর আগে বক্তৃতার শুরুতে ট্রাম্প প্রধান বিচারপতি রবার্টস, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা ও জনগণকে ধন্যবাদ জানান। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেলকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা দায়িত্ব হস্তান্তরে তাদের মহত্ত্বের পরিচয় দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকার জনগণ দেশকে পুনর্গঠনে এক মহান জাতীয় প্রচেষ্টায় যোগ দিয়েছি।’
সমৃদ্ধ ও শক্তিশালী আমেরিকা বিনির্মাণের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এর জন্য ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, আমাদের অনেক কষ্ট করতে হবে। তবুও আমরা আমাদের কাজ শেষ করবো।’
তিনি জনতার উদ্দেশে বলেন, আজ তোমাদের দিন। এই উৎসব তোমাদেরই। এই আমেরিকা তোমাদের, এই দেশ তোমাদের। আমরা জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেবো, যে ক্ষমতা এতোদিন ওয়াশিংটন ডিসির হাতে ছিল।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস)

মন্তব্য করুন