একসঙ্গে কাজ করবেন শাহরুখ-হৃত্বিক!

২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘রইস’। একই দিন হৃতিক রোশন অভিনীত ছবি ‘কাবিল’ মুক্তি পেয়েছে। একই দিন দুই তারকার ছবি মুক্তি পাওয়ার দুই শিবিরে চলছে যুদ্ধ। কেননা, প্রেক্ষাগৃহে সমান সমান হারে স্ক্রিন পাওয়া, না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছে।
তবে এরমাঝেই রাকেশ রোশন এক সাক্ষাত্কারে জানান, তিনি আগামী দিনে শাহরুখ-হৃত্বিক দুজনকে নিয়েই একসঙ্গে কাজ করতে চান। সেক্ষেত্রে যদি ‘করণ-অর্জুন’-এর সিকুয়েল হয়, তাহলে হয়তো বলিউডের এই দুই সুপারস্টারকে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে।
এনিয়ে হৃত্বিককে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বাবা ছবি করলেও, তার চিত্রনাট্য পছন্দ হওয়া আগে দরকার। ছবি বাছাইয়ের ক্ষেত্রে কোনও কমফর্ট জোনকে গুরুত্ব দিতে নারাজ হৃত্বিক। তবে শাহরুখের সঙ্গে তাদের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ক্রেজি-ফোর’ ছবিতে একটি গানে নাচার কথা ছিল হৃত্বিকের। কিন্তু হাঁটুতে চোটের জন্যে সেবার তিনি ওই কাজটা করতে পারেননি। তখন শাহরুখকে একবার অনুরোধ করতেই তিনি কাজটা করে দেন। তাই ‘করণ-অর্জুনে’র মতো দুজন হিরো নিয়ে তৈরি ছবিতে যদি রাকেশ রোশন কোনওদিন কাজ করেন, তাহলে তার প্রথম পছন্দ হবে শাহরুখ-হৃত্বিকই। কারণ, এখানে দুজন নায়কেরই সমান গুরুত্ব রয়েছে।
এর আগে শাহরুখ-হৃত্বিক শেষবার ২০০১ সালে একসঙ্গে ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে কাজ করেছিলেন। তবে তারপরও বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই মহাতারকা, যেমন ‘ওম শান্তি ওম’, ‘লাক বাই চান্স’, ‘আই সি ইউ’ এবং ‘ডন-টু’। তবে কোথাওই দুজনে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেননি।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এজেড)

মন্তব্য করুন