‘পদ্মাবতী’র শুটিং বন্ধ

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজস্থানের জয়গড় বন্দরে পদ্মাবতীর শুটিং বন্ধ করতে হল সঞ্জয় লীলা বানসালিকে। পদ্মাবতীর জীবন নিয়ে ভুল তথ্য দেখচ্ছেন বানসালি এই অভিযোগে কার্নি সেনার সদস্যরা শ্যুটিং চলাকালীন পরিচালকের উপর এসে চড়াও হয় ও মারধর করে। ছবিতে যাতে পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজইর মধ্যে কোনও অন্তরঙ্গ দৃশ্য না থাকে সেই বিষয়েও সতর্ক করেন কার্নি সেনার সদস্যরা। এরপরই শ্যুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক।
জানা যায়, ছবিতে পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির মধ্যে কোনও অন্তরঙ্গ দৃশ্য নেই। বানসালি এর আগেও রাজস্থানে ছবির শ্যুটিং করেছেন, কিন্তু এর আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। যেটা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তাই শ্যুটিং থামাতে বাধ্য হয়েছেন বলে পদ্মাবতী টিম থেকে জানিয়েছে।
ছবিতে ইতিহাসে অনেক ভুল রয়েছে এই অভিযোগে শুক্রবার ছবির সেটে ভাঙচুর চালায় কার্নি সেনার সদস্যরা।
এ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রনভীর সিং কে। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ছবিতে আলাউদ্দিন খিলজির একটি স্বপ্নদৃশ্য দেখানো হয়েছে। এরপরেই কার্নি সেনার সদস্যরা যোগাযোগ করেন পরিচালকের সঙ্গে। এই ঘটনা প্রতিক্রিয়া স্বরূপ বানসালী এখনও মুখ না খুললেও সোনম কাপুর, দীপিকা পাডুকোন, রনবীর সিং, শাহিদ কাপুর ও অনুরাগ কাশ্যপ এই ঘটনার তীব্র নিন্দা জানান।
(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/ এসজেআর)

মন্তব্য করুন