প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীদের স্কুল ভাঙচুর, আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ২২:১৭| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২৩:০৯
অ- অ+

একদিন বাদেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা। অথচ খনও প্রবেশপত্র হাতে পায়নি প্রায় টঙ্গী মিলগেট মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় ও পাগাড় মোহাম্মদ আলী পাঠান স্কুল এন্ড কলেজের ৬০ জন শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে স্কুল ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

টঙ্গী মিলগেট মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের ৩০জন ছাত্র/ছাত্রী মঙ্গলবার রাত ৮টায় স্কুলের চেয়ার টেবিল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া পাগাড় মোহাম্মদ আলী পাঠান স্কুল এন্ড কলেজের ৩০জন শিক্ষার্থী ২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ করেন।

মঙ্গলবার বিকাল থেকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

শিক্ষার্থীরা জানায়, আসন্ন এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টঙ্গীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ প্রায় শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা। কিন্তু তারা প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্র আনতে গেলে আজ না কাল দেয়া হবে বলে কালক্ষেপণ করতে থাকে। মঙ্গলবার প্রবেশপত্র দেয়ার নির্ধারিত দিন থাকায় বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী বিদ্যালয়ে জড়ো হয়। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলে প্রধান শিক্ষককের দেখা না পেয়ে পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকগণ পালিয়ে যান।

পরীক্ষার্থীদের অভিযোগ প্রতি বছরই মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই আমাদের কাছ থেকে দ্বিগুণ টাকা নিয়েও প্রবেশপত্র দিতে পারে না। পরীক্ষার সময় হলেই এই স্কুলে আন্দোলন হয়। গত বছরও শিক্ষার্থীরা প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয় ভাঙচুর করে। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমান প্রধান শিক্ষকের সঙ্গে যোগসাজস করে প্র্যাকটিকেল পরীক্ষাসহ বিভিন্ন অযুহাতে টাকা নিয়ে থাকে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এর মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে জানান, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সকাল থেকেই ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থান করছি এবং প্রবেশপত্রের জন্য চেষ্টা করছি। আমরা প্রবেশপত্র নিয়ে বিদ্যালয়ে আসবো। বিদ্যালয়ের আসবাপত্র ভাঙচুর করার প্রসঙ্গে আব্দুল হাই বলেন, একটি মহলের ইন্ধনে শিক্ষার্থীরা এসব করছে। বুধবার সকালের মধ্যে প্রবেশপত্র বুঝিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, বিক্ষোভের সংবাদ পেয়ে স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন বুধবার সকালের মধ্যে সব শিক্ষার্থীর প্রবেশপত্র বুঝিয়ে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা