দুদকের ফাঁদে আটক চসিকের রাজস্ব কর্মকর্তা

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৭| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪
অ- অ+

দুদকের পাতা ফাঁদে ঘুষের টাকাসহ হাতে-নাতে আটক হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেলের উপ কর কর্মকর্তা আলী আকবর।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ পরিচালক মোশাররফ হোসেন ঢাকাটাইমসকে জানান, জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় পাতানো ফাঁদে আটকা পড়ে চসিকের রাজস্ব সার্কেল ২-এর উপ কর কর্মকর্তা আলী আকবর।

জামাল উদ্দিনের অভিযোগ, হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন আলী আকবর। এরপর জামাল উদ্দিন ২০ হাজার টাকা দেয়ার সময় আলী আকবরকে হাতেনাতে আটক করা হয়।

আলী আকবরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযোগ অস্বীকার করে আলী আকবর ঢাকাটাইমসকে বলেন, ঘুষের টাকা পাওয়ার কথা মিথ্যা। আমার পকেটে আছে মাত্র ৩২৪ টাকা। ঘুষের কথা বলে আমাকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/আইকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা