সন্দ্বীপে নৌকাডুবি: চারজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রবিবার সন্ধ্যায় আনুমানিক ৪০জন যাত্রী নিয়ে উপজেলার গুপ্তছড়া ঘাটে যাওয়ার সময় ডুবে যায় বোটটি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রবিবার সন্ধ্যায় বোটটি ডুবে যায়। এরপর গভীর রাতে সন্দ্বীপে মগধরা ঘাটের কাছে তিন জনের মরদেহ পাওয়া যায়। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের কাছে ভেসে ওঠে আরও একজনের মরদেহ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, এ পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ আছেন সে তথ্য কোস্ট গার্ড জানাতে পারেনি।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন