অসুস্থ দীপিকা, পদ্মাবতীর শুটিং বন্ধ

পদ্মাবতী ছবির মূল চরিত্র দীপিকা পাড়ুকোন অসুস্থ। তার অসুস্থতার কারণে পদ্মাবতীর শুটিং বন্ধ আছে। এর আগে সেটে আগুন, শুটিংয়ে হামলার কারণে একাধিকবার এই ছবির শুটিং থাকে। এবার দীপিকার কারণে ছবির শুটিং বন্ধ করা হলো।
জানা গেছে, বিভিন্ন ছবির শ্যুটিংয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দীপিকাকে। কখনও টানা শ্যুটিং তো কখনও বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে অভিনেত্রীকে। সব মিলিয়ে শরীরের ওপর ধকল পড়েছে। ফলে, দীপিকার ঘাড়ে ও পিঠে প্রচন্ড যন্ত্রণা শুরু হওয়ায়, এদিন শুটিং করতে পারেননি তিনি।
‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয়ের জন্য ভারি কসটিউম পরতে হচ্ছে। এতে ব্যথা আরও বেড়েছে। আগামী ২-৩ দিন তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগেও, একাধিকবার থমকে গিয়েছে পদ্মাবতীর শুটিং। রাজস্থানের জয়পুরে শ্যুটিং চলাকালীন কর্ণ-সেনা হামলা চালায় সেটে। তাদের অভিযোগ, রাণী পদ্মাবতীর জীবনীকে ছবিতে বিকৃত করা হয়েছে। এরপর কোলহাপুরের সেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডেও থমকে যায় ছবির কাজ।
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত পদ্মাবতী ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন রণবীর সিংহ এবং শহিদ কাপুর। ছবিটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এজেড)

মন্তব্য করুন