প্রেমিকার নতুন প্রেমিককে খুন: যুবকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২০:১৩ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৭, ২০:০৯

কুড়িগ্রামে প্রেমিকার নতুন প্রেমিককে খুনের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা জজ আদালত এই আদেশ দেন।

দণ্ড পাওয়া আসামির নাম মো. জিয়াউর রহমান। এছাড়া রায়ে তার ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন।

মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার উমানন্দ গ্রামের এক কিশোরীর সঙ্গে জিয়াউর রহমান প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই তিন মাস পর তাদের সম্পর্কচ্ছেদ হয়। পরে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার সময় দক্ষিণ সাদুল্লা হাজিপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে সম্পর্কে জড়ান ওই মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ির সামনে রাশেদকে ছুরিকাঘাতে হত্যা করে জিয়াউর।

এ ঘটনায় নিহতের বাবা আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :