কায়রোর গির্জায় বোমা হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৯ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৩

মিশরের রাজধানী কায়রোর একটি গির্জার কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার চার্চে উপাসনা চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চার্চটি সেন্ট মার্ক প্রধান গির্জা সংলগ্ন ভবন। ছবি এবং ভিডিওতে গির্জার জানালা এবং ছাদ ভাঙা অবস্থায় দেখা গেছে।

আঞ্চলিক গণমাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে, গির্জার অভ্যন্তরে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঝেতে রক্তভেজা কাপড় পড়ে আছে।

একজন প্রত্যক্ষদর্শী নারী এপিকে বলেন, ‘একজন মস্তকবিহীন নারীর দেহ তুলে নিয়ে যেতে দেখেছি। সবাই গভীর শোকের মধ্যে রয়েছে। গির্জায় অনেক শিশু ছিল। তাদের কি দোষ? এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হলে ভালো হতো।’

স্থানীয় সূত্র জানায়, মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আব্দেল গাফফার এবং কায়রো নিরাপত্তা প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিশরের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ খ্রিস্টান ধর্মালম্বী। সেন্ট মার্ক গির্জা দেশটির অর্থডক্স চার্চের সদর দপ্তর এবং তাদের নেতা পোপ তাওয়াড্রোস টু -এর বাসভবন।

গত শনিবার দেশটির পিরামিড এলাকা খ্যাত গিজার এলাকার প্রধান সড়কের একটি পুলিশের চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হন। গত ছয় মাসের মধ্যে কায়রোর নিরাপত্তা সদস্যদের ওপর ছিল এটি ভয়াবহ হামলা।

সম্প্রতি সংগঠিত জঙ্গি গোষ্ঠী হাসম এই হামলার দায় স্বীকার করেছে।

মিশরের সংখ্যালঘু কপটিক খ্রিস্টানরা অভিযোগ করেছেন, অধিকাংশ মুসলিম দেশে তারা বৈষম্যের শিকার।

২০১৩ সালে সেন্ট মার্ক গির্জার বাইরে দুজন নিহত হয়েছিলেন। তখন সাম্প্রদায়িক দাঙ্গায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চার খ্রিস্টান নাগরিক নিহত হওয়ার শোক প্রকাশ করছিলেন তারা।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :