বাহরাইনে কূটনীতিকদের সম্মানে নৈশভোজ

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৭:১১

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৪৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঁচ তারকা হোটেল ডিপ্লোম্যাট রেডিসন ব্লু-এর গ্র্যান্ড অ্যাম্বেসেডর স্যুইটে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

ওই সময় অনুষ্ঠানে যোগদান করেন- বাহরাইনে অবস্থানরত ফিলিপিন, থাইল্যান্ড, চায়না, প্যালাস্টাইন, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, বৃটিশ, ইতালি, জার্মান, ইরাক, তুর্কি, দুবাই, ওমান, সৌদির রাষ্ট্রদূতসহ কমনওয়েলথ ও জাতি সংঘের বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, শ্রম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :