‘রাশিয়া ছাড়া অনেক সমস্যারই সমাধান সম্ভব নয়’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০১৭, ২০:০৬ | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২০:০৪

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্বীকার করেছেন, আন্তর্জাতিক বেশ কিছু সমস্যা রাশিয়ার সঙ্গে সংলাপ ছাড়া সমাধান সম্ভব নয়। খবর আরটি নিউজের।

ইতালির স্বায়ত্তশাসিত ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ম্যাক্রনের বৈঠকের কথা রয়েছে।

ম্যাক্রন বলেছেন, অনেক আন্তর্জাতিক সমস্যাই রাশিয়া ছাড়া সমাধান সম্ভব নয়। সিসিলিতে জি-৭ নেতাদের সঙ্গে দুই দিনের বৈঠক শেষে মস্কোতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে একটি সংলাপের দাবি জানাবেন।

‘ভার্সাইলসে বৈঠকের সময় আমি সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করব। একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমেই এই সংকটের সমাধান হতে পারে।’

(ঢাকাটাইমস/২৮মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :