‘পেনশন প্রক্রিয়া আরও সহজ হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ২০:২৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানিয়েছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা জানান।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু পৃথিবীর মানুষের গড় আয়ুর তুলনায় বেশি। আগামী দিনে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাদের চাহিদা পূরণে আমাদের আরও বিস্তারিত পরিসরে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, প্রবীণরা সমাজ ও দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। তারা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :