‘বাঙালির চেতনা জাগ্রত করতে বঙ্গবন্ধু সারাজীবন কাজ করেছেন’

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৯, ১৯:৪০

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘বাঙালির চেনতাকে জাগ্রত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কষ্ট করেছেন। তার এই সারাজীবনের কষ্টের জন্যই আমরা ১৯৭১ সালে বাংলাদেশ ও মাতৃভাষা বাংলা পেয়েছি।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বরিশাল শব্দাবলীর তিন দিনব্যাপী বৈশাখ উৎসব ১৪২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু তিনি তা করে যেতে পারেননি। কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছিলেন- তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দল-মত নির্বিশেষে সকলকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।’

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :