জর্দানে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯, ২৩:২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জর্ডানের আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসে সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে দূতাবাস।

রাষ্ট্রদূত এনায়েত হোসেন দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

পরে দূতাবাসের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আম্মনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এনায়েত হোসেনের সভাপতিত্বে এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মহিউদ্দিন।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন- প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বশির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান, প্রবাসী শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি মনিরুল ইসলামদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম,কোহিনূর রহমান,স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান,হৃদয়ে বাংলাদেশ সংগঠনের সভাপতি ওসিম স্বপন, প্রবাসী নাট্যশিল্পী একাডেমির সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা, কিবরিয়া মুন্সি, বদর মানিক, আমিনুল ইসলাম, ওহিদ পাটোয়ারী, আমিনুল ইসলাম,কবির হোসেন সাগরসহ জর্ডান প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাষ্ট্রদূত এনায়েত হোসেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের দূতাবাসের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বাহরাইনে প্রবাসী মৃত্যুর সংখ্যা বাড়ছে, দূতাবাসের উদ্বেগ 

আয়ারল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন

ইতালিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে সংবর্ধনা

কাতারে আল নূর কালচারাল সেন্টারের কর্মশালা সম্পন্ন

ইতালিতে প্রবাসীদের পহেলা বৈশাখ উদযাপন

‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :