আফগানিস্তানের বিপক্ষে আমিনুলকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১
অ- অ+
ছবি: ফেসবুক থেকে নেয়া।

অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্স করা ১৯ বছর বয়সী লেগস্পিনার আমিনুল ইসলামকে হয়তো পরবর্তী ম্যাচে পাবে না বাংলাদেশ। কারণ, বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাসাকাদজার শট ঠেকাতে গিয়ে বাঁ-হাতের আঙ্গুলে ব্যথা পান আমিনুল। পরে তার হাতে সেলাই দিতে হয়েছে।

আগামী শনিবার সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে যদি আমিনুল সুস্থ হয়ে ওঠেন তাহলে সেটা দলের জন্য ভালো। না হলে দলের শক্তি খানিকটাই কমবে।

অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে দুইটি উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব। তার ওভারে একটি রান আউটও হয়। সবমিলিয়ে স্বপ্নের অভিষেক হয়েছে তার। এখন নিজেকে নিয়ে যেতে হবে বহুদূর।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই যাচাই বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বিসিবি। যারা নিয়মিত ভালো করবেন তারাই যাবেন অস্ট্রেলিয়াতে। আমিনুল নিজের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাবে সেটিই প্রত্যাশা।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা