গ্রুপ চ্যাম্পিয়ন হতে টাইগারদের লক্ষ্য ১৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছে তারা। এই ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন হযরতউল্লাহ জাজাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রহমানুল্লাহ ‍গুরবাজ। ১৭ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন শফিকুল্লাহ। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ওভারে ৯ রান দিয়ে দুইটি উইকেট নেন আফিফ হোসেন। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এছাড়া সাইফউদ্দিন ১টি, শফিউল ১টি ও মোস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

আফগানিস্তান ইনিংসের শুরুতেই ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শফিউল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু বল রিয়াদের হাত ফসকে পড়ে যায়। এরপরই বাংলাদেশের বোলারদের ‘বেধড়ক পেটাতে’ আফগানিস্তানের ব্যাটসম্যানরা।

দশম ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন আফিফ হোসেন। যখন আফগানদের দুই ওপেনার তাণ্ডব শুরু করেছিলেন, একের পর এক বাউন্ডারি মারছিলেন সেই মুহূর্তে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন আফিফ।

ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে দলীয় ৭৫ রানে মোস্তাফিজের হাতে ক্যাচ হন হযরতউল্লাহ জাজাই। ৩৫ বলে ছয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেছেন তিনি। পঞ্চম বলে উড়িয়ে মেরেছিলেন আসগার আফগান। শান্তর হাতে ধরা পড়েন তিনি। ১১তম ওভারে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। ২৭ বলে ২৯ রান করেন গুরবাজ।

মোহাম্মদ নবীকে আজ বাড়তে দেননি সাকিব। ১৩তম ওভারে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক। এর পরের ওভারে রান আউট হন গুলবদিন নাইব। ১৬তম ওভারে নাজিবউল্লাহ জাদরানের স্ট্যাম্প উড়িয়ে দেন সাইফউদ্দিন। ১৭তম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজের হাতে ক্যাচ বানিয়ে করিম জানাতকে বিদায় করেন শফিউল।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়েছেন গত ম্যাচে অভিষেক হওয়া আমিনুল ইসলাম। তার বদলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।

অন্যদিকে, আফগানিস্তান একাদশে দুইটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন দৌলৎ জাদরান ও ফজল নিয়াজাই। অভিষেক হয়েছে নাভিন-উল-হকের। সুযোগ পেয়েছেন করিম জানাত।

দুই দলই ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তাই এটি নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ হবে। সিরিজে আফগানদের সাথে এর আগেরবারের দেখায় ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ইনিংস: ১৩৮/৭ (২০ ওভার)

(রহমতউল্লাহ গুরবাজ ২৯, হযরতউল্লাহ জাজাই ৪৭, আসগার আফগান ০, নাজিবউল্লাহ জাদরান ১৪, মোহাম্মদ নবী ৪, গুলবদিন নাইব ১, শফিকুল্লাহ ২৩*, করিম জানাত ৩, রশীদ খান ১১*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৩, শফিউল ইসলাম ১/২৪, সাকিব আল হাসান ১/২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৬, মোস্তাফিজুর রহমান ১/৩১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১০, আফিফ হোসেন ২/৯)।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

২৫ কোটি নিয়ে সতীর্থরাই মজা করে: মিচেল স্টার্ক

অবশেষে উন্মোচন করা হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি 

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা? জানুন অন্যদের প্রাপ্তিও

কলকাতার কাছে নাস্তানাবুদ হওয়ার সোজাসাপ্টা স্বীকারোক্তি হায়দ্রাবাদ অধিনায়কের

নিষ্প্রভ আইপিএল ফাইনাল: হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় শিরোপা কলকাতার

ঢাকায় বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট, অংশ নিচ্ছে তিন মহাদেশের ১২ দল

বাইরের দেশে বাংলাদেশের ক'জন খেলোয়াড় খেলে, প্রশ্ন নান্নুর

মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে ভারত, দলে থাকছেন না দুই তারকা

এই প্রথম সাকিব-মুস্তাফিজকে ছাড়া ফাইনাল খেলছে কলকাতা-হায়দরাবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :