চায়ের প্রতি ভালোবাসা, টি-ব্যাগের কফিনে শেষযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৪:৩৬
অ- অ+

বেশিরভাগ মানুষের চা ছাড়া দিন কাটে না। অনেকে ক্লান্তি মুছতে ভূমিকা রাখে এই পানীয়। কেউ বা শখ করে প্রিয়জনের সঙ্গে একান্ত মুহূর্তে চা কেও সঙ্গি করে। তবে চাকে মনে প্রাণে ভালোবাসার প্রমাণ খুব বেশি নেই। এই চায়ের সঙ্গেই প্রেম ছিল ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা টিনা ওয়াটসনের।

চা ছাড়া তার একটি ঘণ্টাও কাটতো না। প্রতিদিন প্রায় ৪০ কাপ চা শেষ করতেন তিনি। তার ইচ্ছা ছিল মৃত্যুর পরও তার সঙ্গে জড়িয়ে থাকুক চা। সেই ইচ্ছাপূরণের জন্য টি-ব্যাগের মতো কফিনের মধ্যে সমাধি দেওয়া হল তার দেহ।

বছর চারেক আগেই নিজের এই ইচ্ছার কথা মেয়েকে জানিয়েছিলেন টিনা। সম্প্রতি ৭৩ বছর বয়সে মারা যান তিনি। তার শেষ ইচ্ছা পূরণ করলেন মেয়ে। এ ব্যাপারে টিনা ওয়াটসনের মেয়ে জেবস ডোনোভান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার হাস্যরসিক মা রোজ ৩০-৪০ কাপ চা খেতেন। চায়ের সঙ্গে ভালবাসা ছিল তার। চার বছর আগে আমাকে শেষকৃত্যর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছাপূরণের সমস্ত চেষ্টা করেছি আমরা।’

ঢাকা টাইমস/০৫নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা