শীতে পালং শাকের গরম কাটলেট

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭
অ- অ+

শীতকালে এখন প্রচুর পালং শাক বাজারে পাওয়া যায়। পুষ্টি ও স্বাদে অতুলনীয়। পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে ফলিক এসিড থাকায় তা হৃদ যন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সক্ষম। তাই খাদ্য তালিকায় যে কোন নাশতার সঙ্গে পালং শাকের কাটলেট রাখতে পারেন।

উপকরণ

পালং শাক: ২৫০ গ্রাম

বেসন: ছয় টেবিল চামচ

আদা কুচি: আধা চা চামচ

বুটের ডাল: ৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: দুটি

কাঁচামরিচ কুচি: দুটি

চাট মসলা: এক চা চামচ

লেবুর রস: ২ চা চামচ

ডিম: ১টি

ঘি: ২ চামচ

তেল: ২ কাপ

লবণ: স্বাদমতো

বিস্কুটের গুঁড়া: ১ কাপ

প্রণালি প্রথমে বুটের ডাল পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে এক ঘণ্টা সেদ্ধ করে নিন। এখন একটি প্যানে তেলে দিয়ে তাতে বুটের ডাল ভেজে নিন। এরপর একটি বাটিতে ভাজা বুটের ডাল, কুচি করা পালং শাক, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন, লবণ, চাট মশলা, আদা কুচি, ডিম, ঘি, লেবুর রস ও পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট কাটলেট তৈরি করুন। এরপর বিস্কুটের গুঁড়া মাখান। এবার প্যানে তেল দিয়ে বাদামি করে কাটলেট ভেজে নিন। শসার টুকরো ও সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পালং শাকের কাটলেট।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাঙ্গলকোটে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলো ইউনিয়ন বিএনপির সম্মেলনে!
এবি ব্যাংক পিএলসি. এবং ফিল্পস লিমিটেড-এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর
মন্ত্রী-এমপি-বিচারপতি ও পেশাজীবীদের ফ্ল্যাট-প্লটের কোটা বাতিল
শেখ হাসিনাকে আশ্রয়: ফেরত চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিন্দাপত্র জাগপার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা