চবিতে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২২:১৪
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পাসে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে সংগঠনের পাঁচ কর্মী আহত হয়েছেন।

দলের নেতাকর্মীরা জানান, বিবদমান পক্ষ তিনটি হলো ‘সিক্সটি নাইন’, ‘কনকর্ড’ ও ‘বিজয়’। তাদের মধ্যে বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। পাশাপাশি সিক্সটি নাইন ও কনকর্ড চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। বিজয়ের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। আর সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু এবং কনকর্ডের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সহসভাপতি মোহাম্মদ আবদুল মালেক।

বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি পক্ষ রয়েছে। একটি মেয়র নাছিরের ও অন্যটি শিক্ষা উপমন্ত্রীর অনুসারী। এই দুই পক্ষের মধ্যে আরও ১১টি উপদল রয়েছে। গত পাঁচ বছরে এসব পক্ষের মধ্যে অসংখ্যবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। এর আগে গত ১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ড উইথ কেয়ার।

(ঢাকাটাইমস/০৪মার্চ/কেএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা