নেহা ধুপিয়া ‘ভুয়া নারীবাদী’

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ১৩:৪০
অ- অ+

বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ নেহা ধুপিয়া। সিনেমার পাশাপাশি তিনি কাজ করেছেন শর্ট ফিল্মেও। অভিনয়ের বাইরে তার অসাধারণ ব্যক্তিত্বও সকলের নজর কাড়ে। নারীবাদী হিসেবেও বরাবর মুখ খুলেছেন এই নায়িকা। সেই নেহাকেই সম্প্রতি ‘ভুয়া নারীবাদী’ তকমা দিলেন তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা।

ঘটনা তবে খুলে বলা যাক। বর্তমানে ‘এমটিভি রোডিস’ নামের একটি রিয়ালিটি শোতে দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পালন করছেন নেহা ধুপিয়া। শোয়ের প্রোমোতে সম্প্রতি এক প্রতিযোগী তার প্রেমিকাকে চড় মেরেছেন বলে স্বীকার করেন। এরপরই ওই প্রতিযোগীকে তুলোধুনা করেন নেহা।

ওই প্রতিযোগীর দাবি, তার প্রেমিকা একই সময়ে আরও পাঁচটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখত। মেয়েটি নিজেই সেকথা তাকে জানিয়েছিল। এ জন্যই তাকে চড় মেরেছিল। কিন্তু বিষয়টি ভালো লাগেনি নেহার। তিনি চিৎকার করে বলেন, ‘মেয়েটিকে চড় মারার অধিকার তোমাকে কেউ দেয়নি। মেয়েটি কতজনের সঙ্গে সম্পর্ক রাখবে এটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার।’

নেহার এই বক্তব্য প্রকাশ হতেই নেটপাড়ায় শুরু হয় শোরগাল। এর আগে একই অনুষ্ঠানে একটি পর্বে এক মেয়ে স্বীকার করেছিল যে, তিনি চারটি ছেলেকে চড় মেরেছেন। সেবার নেহা খুব খুশি হয়েছিলেন। সেই পুরনো ভিডিও পোস্ট করে নেটিজেনরা লিখেছেন, ‘পুরুষদের জন্য এক আর নারীদের জন্য অন্য বিচার! নেহাজি আপনি ভুয়া নারীবাদী।’

ঢাকাটাইমস/১৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা