সুস্থ আছেন জাভেদ ওমর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ১০:৪৫| আপডেট : ১১ মে ২০২০, ১১:২১
অ- অ+

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম করোনাভাইরাসে আক্রান্ত নন। ভুল বোঝাবুঝির কারণে তাকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে তামিম রোববার লাইভে সাবেক তিন ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলাপের এক পর্যায়ে আসে জাভেদ ওমরের প্রসঙ্গ।

তামিম তিনজনকে জিজ্ঞাসা করেন খেলোয়াড়ি জীবনে কোন সতীর্থ বেশি জ্বালাতন করতো (আবদার)। নাইমুর রহমান দুর্জয় মেহরাব হোসেন অপির নাম বললেও হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন নেন জাভেদ ওমরের নাম।

জাভেদ ওমরের প্রসঙ্গ আসতেই তামিম জানান যে, জাভেদ ওমর করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। তখন হাবিবুল বাশার জানান তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন তিনি, যেখানে পজিটিভ এসেছে তার। যদিও বাশার জানান, জ্বর এসে কমেও গেছে জাভেদের।

তবে লাইভ শেষে তামিম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

(ঢাকাটাইমস/১১ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা