সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন ভেঙে জেল মার্কিন পাইলটের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ মে ২০২০, ১৩:২৭ | প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:০৯

করোনাভাইরাসের কারণে বাধ্যতামূলক লকডাউন চলছে সিঙ্গাপুরে। সেই লকডাউন ভাঙায় এক মার্কিন পাইলটকে কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। চার সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়েছে, গত মাসের শুরুতে ফেডএক্স এর ওই পাইলট অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যান। এরপর তাকে বিমানবন্দরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু সে নির্দেশ মানেননি তিনি। কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি ট্রেনে করে শহরের কয়েকটি দোকানে কেনাকাটা করেছেন। যার ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা আইনজীবী রনি টান জানিয়েছেন, আলাস্কার ৪৪ বছর বয়সী ফেডেক্স পাইলট ব্রায়ান ডুগান ইয়ারগানকে বুধবার চার সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হোটেল থেকে মাস্ক ও থার্মমিটার কেনার জন্য তিন ঘণ্টা বাইরে ছিলেন বলে দাবি করেছেন।

এশিয়ার মধ্যে করোনায় আক্রান্তের দিক দিয়ে অন্যতম দেশ সিঙ্গাপুর। এরই মধ্যে দেশটিতে ২৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে যাদের মধ্যে ৯০ শতাংশ বিদেশি শ্রমিক। অস্বাস্থ্যকর ও গাদাগাদি পরিবেশে বাস করার জন্যই মূলত তারা বেশি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন।

ঢাকা টাইমস/১৬মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :