বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ০৮:৪৪| আপডেট : ০৭ জুন ২০২০, ০৮:৫৯
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে ব্রাজিল। এমন অবস্থায় দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তার দেশকে বের করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। খবর বিবিসির।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক নিয়ে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে এই সংস্থাকে থেকে বের করে নেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার ট্রাম্পের ঘনিষ্ঠ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংঘাত বাড়ছে। ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা পৌনে সাত লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ৩৬ হাজারের বেশি। এমন অবস্থায় লকডাউন তুলে দিয়েছেন প্রেসিডেন্ট বলসোনারো।

ব্রাজিলের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে ব্রাজিলকে সতর্ক করেছে সংস্থাটি। তারপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ক্ষুব্ধ হয়ে এই সংস্থা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

সাংবাদিক সম্মেলনে বলসোনারো বলেন, ডব্লিউএইচও একটি বিশেষ গোষ্ঠীর অনুগত ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পক্ষপাতিত্ব বন্ধ না করলে ব্রাজিল সদস্যপদ বাতিলের কথা ভাববে।

ঢাকা টাইমস/০৭জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা