সদস্য দেশগুলোর পাশে দাঁড়াবে ফিফা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ০৮:৪১
অ- অ+

করোনাভাইরাসে প্রকোপে থমকে আছে গোটা পৃথিবী, স্থবির হয়ে আছে বিশ্ব ফুটবল। ফুটবল দুনিয়ায় গতি ফেরাতে নানা পরিকল্পনা নিয়েছে ফিফা। অর্থনৈতিক প্রণোদনার নীতি নির্ধারণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ক্লাবসহ সদস্যভুক্ত সব দেশকে দেয়া হবে অর্থ সাহায্য। এছাড়াও আন্তর্জাতিক আর নারী ফুটবল মাঠে ফেরাতেও উদ্যোগী ফিফা, জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

করোনায় থমকে আছে ফুটবল দুনিয়া। মার্চ থেকেই বন্ধ খেলাধুলা। ক্ষতিগ্রস্ত কম বেশি সবাই। অর্থনৈতিকভাবে চাপে আছে ছোট-বড় সব ফেডারেশন। সেসব ভেবেই এতদিন নতুন অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে ফিফা। কাজ প্রায় শেষ পর্যায়ে।

ক্লাবসহ সদস্যভুক্ত দেশগুলো পাবে বাড়তি অর্থ সাহায্য। সেপ্টেম্বরে কাউন্সিলর মিটিংয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লোজড ডোরে হলেও ফিরেছে ক্লাব ফুটবল, ফিফা বসের নজর এখন তাই আন্তর্জাতিক আঙ্গিনায়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ক্লাব ফুটবল মাঠে ফেরানো অগ্রাধিকার ছিলো। বেশিরভাগ দেশেই তা শুরু হচ্ছে। আমাদের এখন আন্তর্জাতিক ফুটবল সাথে নারী ফুটবল নিয়ে ভাবতে হবে। তৃণমূলে কাজ করতে হবে। নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়েছে।

সেই অনুযায়ী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে আলাদাভাবে সাহায্য করা হবে। ফুটবল ফিরেছে মাঠে। তবে, পুরোনো চেহারা ফিরে পেতে এখনও অনেকটাই দেরি। গ্যালারিতে নেই দর্শক।

নেই সেই উত্তেজনা। হরহামেশাই দেখা মিলছে নানান নতুন ঘটনার। তবে, স্বাস্থ্যবিধি মানাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(ঢাকাটাইমস/০৮ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা