ওয়েব জগতে আসছেন হৃত্বিক

বলিউডের প্রথম সারির তারকারা একে একে সবাই নাম লেখাচ্ছেন ওয়েব সিরিজের জগতে। তারা বেশ সফলও হয়েছেন। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন যদি ওয়েব সিরিজে অভিষেক করেন, সেটা নিঃসন্দেহে একটি মেগা প্রজেক্টই হবে।
শোনা যাচ্ছে, ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকার কাছে ইতোমধ্যে দুটি প্রজেক্টের প্রস্তাব গেছে। প্রথমটি বিবিসির ‘দ্য নাইট ম্যানেজার’ (২০১৬) এবং অন্যটি ‘দ্য সিটাডেল’ (১৯৮৩) মিনি সিরিজ়ের দেশজ ভার্সন।
বলিউডের একটি সূত্র বলছে, হৃত্বিক রোশনের অপ্রতিরোধ্য যৌন আবেদন, তার চেহারা- সর্বোপরি অভিনয় প্রতিভার জন্য ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজের টম হিডলস্টন অভিনীত চরিত্রটিতে তিনি পারফেক্ট কাস্টিং।‘দ্য সিটাডেল’ এর চেয়ে এই প্রজেক্টটি করতেই তিনি বেশি আগ্রহী বলে গুঞ্জন।
অন্যদিকে, এলিজাবেথ ডেবিকির চরিত্রটির জন্য হালের নয়া তারকা অভিনেত্রী দিশা পাটনি এবং অলিভিয়া কোলম্যানের চরিত্রে তাব্বুকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও খবর। পরিস্থিতি ঠিক থাকলে আসছে ডিসেম্বরে সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা।
ঢাকাটাইমস/০৬আগস্ট/এএইচ

মন্তব্য করুন