রাজশাহীকে ১৭৬ রানের টার্গেট দিল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৯তম ম্যাচে লিটন কুমার দাস ও সৌম্য সরকারের ব্যাটিং নৈপুণ্যে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ১৭৬ রানের টার্গেট ছুড়ে দিলো গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রাজশাহীর অধিনায়কের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখান চট্টগ্রামের দুই ওপেনার লিটন এবং সৌম্য। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই দুই ওপেনার। আগের ম্যাচে লিটনকে বিশ্রাম দেওয়া হলেও এই ম্যাচে ফিরেই নিজের ফর্ম ধরে রাখেন তিনি।

এই দুই ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিং দলকে বড় স্কোরের আশা দেখাচ্ছিল। ১৩তম ওভারে আনিসুলের বলে অনসাইডে ঠেলে দিয়ে এক রান নিয়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সৌম্য। তারপরের ওভারেই ফিফটি তুলে নেন লিটনও। মুকিদুলের প্রথম বলেই ফাইন লেগে এক রান নিয়ে ফিফটি হাঁকান তিনি। তবে ফিফটি হাঁকানোর পর দ্রুতই সাজঘরে ফিরে যান সৌম্য। সৌম্যের বিদায়ের পর লিটনও আউট হন।

এই দুই ওপেনারের বিদায়ের পরেই ম্যাচে ঘুরে দাঁড়ায় রাজশাহী। লিটনের বিদায় পর দ্রুত সাজঘরে ফিরেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১) ও মোসাদ্দেক হোসেন (৩)। তবে শেষদিকে দ্রুত রান তুলতে ব্যাট হাতে জ্বলে উঠেন শামসুর।

১৯ তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামসুর। ওই ওভারের প্রথম চার বলে ২৩ রান দেন রেজাউর। শেষ অবধি ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। রাজশাহীর হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি উইকেট লাভ করেন আনিসুল।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :