৩০ হাজার ঝুড়ি খাবার উপহার সৌদি বাদশার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৩০

রোহিঙ্গা ও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩০ হাজার ঝুড়ি খাবার পাঠিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। রবিবার হোটেল ওয়েস্টিনে সৌদি বাদশার দেয়া এসব খাবার বিতরণ প্রকল্প সম্পর্কে জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জানানো হয়েছে, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এসব খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, সৌদি বাদশার পাঠানো এসব খাবার কক্সবাজার, ঢাকা, নীলফামারী, যশোর, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় দেয়া হয়েছে। প্রতি পরিবারে চারজন হিসেবে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ উপকৃত হয়েছেন। একেকটি ঝুড়িতে পরিবারের জন্য তেল, চিনি, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণ ছিল।

সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানেও আমাদের সহায়তা করছে। করোনাকালে বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দায় পড়লেও বাংলাদেশের অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বন্ধুপ্রতিম এসব দেশের সহায়তার কারণে সেটা সম্ভব হয়েছে।

ঢাকা টাইমস/১৭জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :