পিবিআইর এসআই ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২১, ২১:৫৮ | প্রকাশিত : ২৮ জুন ২০২১, ২০:৫৮

চট্টগ্রামে ১১ হাজার ৫৬০টি ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার বিকালে সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে। মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন।’

থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকা ভেল্লাপাড়া চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :