ক্ষেত নষ্ট করায় লাঠির আঘাতে গরুর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২১, ১৯:১৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বরবটি ক্ষেত নষ্ট করায় একটি গরুকে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় দোহাজারী পৌরসভার হাতিয়াখোলায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক হাতিয়াখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে বাদশা মিয়া। তিনি সোমবার দুপুরে ঘাস খাওয়ার জন্য গরুকে খালি জমিতে খুঁটি দিয়ে বেঁধে দেন। গরুটি ঘাস খাওয়ার সময় এলাকার আব্দুল মান্নানের বরবটি ক্ষেতের পাশে যায়। এতে ক্ষেতের মালিক আব্দুল মান্নান গাছের সঙ্গে বেঁধে বাঁশের লাঠি দিয়ে গরুটিকে বেধড়ক পেটাতে থাকে এবং একপর্যায়ে গরুটি মারা যায়। পরে গরুর মালিক বাদশা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম স্থানীয় লোকজনের কাছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখেন গরুটি মারা গেছে।

বাদশা মিয়া জানান, প্রকৃতপক্ষে গরুটি যদি ক্ষেত নষ্ট করেই থাকে আমাকে জানালে নষ্ট হওয়া ক্ষেতের ক্ষতিপূরণ দিতাম। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি চন্দনাইশ থানায় অভিযোগ দেবেন বলে জানান।

এ ব্যাপারে ক্ষেতের মালিক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘আমার ক্ষেতে কয়েকটি গরু ফসল নষ্ট করতে দেখে লাটি দিয়ে তাড়িয়ে দেয়ার সময় অসাবধানতাবশত লাঠির আঘাতে ওই গরুটি মারা যায়। এ ঘটনায় আমি মালিককে গরুর ক্ষতিপূরণ দেবো।’

যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার পরিদর্শক মজনু মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদশা মিয়া নামে এক ব্যক্তি একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :