অভিষেকে শফিকের ফিফটি, শতকের অপেক্ষায় আবিদ

বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের স্লোয়ার অফসাইড বলটি উড়িয়ে বাউন্ডারি ছাড়া করলেন আবদুল্লাহ শফিক। তাতেই ৪৬ রান থেকে এক লাফে ৫২ রানে পৌঁছে গেলেন শফিক। গড়লেন অভিষেক টেস্টেই পঞ্চাশ রান গড়ার কৃতি। এদিকে ৯৩ রানে ব্যাটিং করা আবিদ আলির শতকের অপেক্ষা বাড়াল দিনের খেলা শেষ হওয়ায়।
সাগরিকায় নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু পেয়েছে পাকিস্তান। এখনও রেকর্ড রান জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছে আবিদ আলি ও আবদুল্লাহ শফিক। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে বাংলাদেশের হারানোর অনেক থাকলেও প্রাপ্তি শূন্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের ৪ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। প্রথম দিনের পর দ্বিতীয় দিনের খেলায় ৬ উইকেটে টাইগাররা তুলতে পেরেছে মাত্র ৭৩ রান। ফলে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩০ রান।
পরে নিজেদের ইনিংসে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও আবিদ আলির অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটিতে দারুণ অবস্থায় থেকে দিন শেষ করে পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের খেলা শেষে তারা এখনও ১৮৫ রান পিছিয়ে আছে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচএন)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শেষ ম্যাচে সান্ত্বনার বড় জয় বাংলাদেশের

বড় জয়ের পথে বাংলাদেশ

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের

এবার অভিষিক্ত ইবাদতের জোড়া আঘাত

দুই ওভারে দুই উইকেট নেই জিম্বাবুয়ের

বিজয়-আফিফের ফিফটিতে বাংলাদেশের ২৫৬

আফিফের ফিফটি, দুই শ পেরোল বাংলাদেশ

র্যাঙ্কিংয়ে তাইজুলের বড় লাফ, সাকিব-মুশফিকদের অবনতি

চাপ সামলে উঠতেই ফিরলেন বিজয়-মাহমুদউল্লাহ
