বিসিবির প্রধান নির্বাচক নান্নু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২২, ২১:০৪
অ- অ+
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার সন্ধ্যায় নিজেই গণমাধ্যমকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেছেন। যদিও তার ধারণা ফলস রিপোর্ট এসেছে।

বিকালেই নান্নু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। কথা বলেছেন বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে।

করোনায় আক্রান্ত হলেও তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ ধরা পড়েনি। নান্নুর ধারণা, ফলস পজিটিভ এসেছে তার করোনা পরীক্ষার ফলাফল। তবে নিয়ম মেনে তিনি এখন ব্যক্তিগত আইসোলেশনে আছেন।

নান্নুর করোনা পজিটিভ হওয়ার খবর আসার ঠিক আগের দিনই আক্রান্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে।

নান্নু বলেন, ‘আজ কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’

গেল বছরের শেষ দিনে নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনিই আছেন দায়িত্বে। প্রধান নির্বাচক হিসেবে আরও কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নান্নু। বিষয়টি নিয়ে বিসিবিও বিব্রত।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র কর্পোরেট প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিন্যান্স প্ল্যাটফর্মে ডলার কেনার নামে প্রতারণা: গুলশানে কোটি টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার
গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় ১৯টি মামলায় চার্জশিট, ৮টি হত্যা মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা