সেরা আটে উঠতে আরব আমিরাতের বিপক্ষে লড়ছে টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৯:২৯
অ- অ+

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়ছে টাইগার যুবারা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই রাকিবুল হাসানদের। ইতিমধ্যে খেলা শুরুও হয়ে গেছে। টস জিতে সংযুক্ত আরব আমিরাতেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। সোরা শাতিস এবং কাই স্মিথ উভয়ই ২ রান করে আউট হন। দুটি উইকেটই নেন টাইগার পেসার আশিকুর রহমান।

এখন ৫ রানে ধ্রুব পারাশ্বর এবং শূন্য রানে আলিসান শারাফু অপরাজিত রয়েছেন।

উল্লেখ্য, ‘এ’ গ্রুপে তিনটি ম্যাচের প্রত্যেকটি জিতে সবার আগে কোয়ার্টার ফাইনাপর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ডের যুবারা। আর দুটি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতে সেরা আটে উঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। দুদলের মধ্যকার এই ম্যাচ যে দল জিতবে তারাই ইংল্যান্ডের সঙ্গে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা