বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবিতে মিষ্টি মারিয়া

বর্তমান সময়ের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া। নিয়মিত তিনি কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। এবার প্রথমবারের মতো অভিনয় করছেন সরকারি অনুদানের ছবিতে। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।
ঢাকাটাইমসকে এ তথ্য মিষ্টি মারিয়াই জানিয়েছেন। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল একটি হলেও অনুদানের ছবিতে কাজ করব। সুযোগটা পেয়েও গেলাম। প্রায় ৯০ বছর আগের সময়ের একটি চরিত্র রূপদান করেছি। এখানে গুণী সব মানুষদের সাণ্ণিধ্য পেয়েছি। সবাই খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আশা করছি, দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।’
মিষ্টি মারিয়া আরও বলেন, ‘ছবিতে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর উঠে আসবে। গাজীপুরের হোতাপাড়ায় আমার একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে। মার্চে পরবর্তী লটের কাজ হবে।’
মিষ্টি মারিয়া ছাড়াও মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিতে আরও অভিনয় করছেন দিব্য জ্যোতি, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, আমান রেজা, মাহা ও বৃন্দাবন দাস প্রমুখ।
ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

মন্তব্য করুন