জেনে নিন আপনার চেহারার জন্য মানানসই দাঁড়ি কোনটি

লাইফস্টাইল ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯:৪৩ | প্রকাশিত : ১০ মার্চ ২০২২, ০৭:৫০

দাঁড়ি পুরুষের অন্যতম সৌন্দর্য প্রতীক।বর্তমানে দাঁড়ি রাখা ফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।তবে সব চেহারার আদলে সবরকম দাঁড়ি মানায় না।চেহারার আকার,ব্যক্তিত্বভেদে দাঁড়ির নকশা ভিন্ন ভিন্ন হয়।চলুন জেনে নেয়া যাক আপনার চেহারার জন্য মানানসই দাঁড়ি কোনটি।

ওভাল ফেইস (Oval Face)

আপনার মুখ যদি কিছুটা ডিম্বাকৃতির হয়ে থাকে, তাহলে আপনার জন্য এই দাঁড়িটি মানানসই।

রেকটেঙ্গল ফেইস (Rectangle Face)

লম্বাকৃতির চেহারা যাদের,তাদের ক্ষেত্রে দুগাল ভরে দাঁড়ি রাখলেই বেশি ভালো লাগবে।

ট্রায়াঙ্গুলার ফেইস (Traingular Face)

ত্রিভুজাকৃতির মুখের জন্য দরকার গালের দুপাশের দাড়ি ফেলে একটা সুন্দর গোঁফ রাখা।

রাউন্ড ফেইস (Round Face)

যাদের মুখের আকৃতি গোলাকার,তাদের উচিৎ গালের দুপাশে দাঁড়ি ছোট রেখে চিবুকের দিকে বড় রাখা।

স্কোয়ার ফেইস (Square Face)

আপনার চেহারা যদি কিছুটা বর্গাকৃতির হয়,তাহলে গোঁফ এবং চিবুকের সন্নিবেশের ফেঞ্চ কাট স্টাইল দারুন ভাবে মানাবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/ওএফ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :