অঞ্জনা কি তবে নিপুণদের সঙ্গে মিলে গেলেন?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ১২:১৬
অ- অ+

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে জিতে টানা তৃতীয়বারের মতো কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তবে এবার ভোটে জেতার পর তিনি বিপক্ষ প্যানেলের ইলিয়াস কাঞ্চন-নিপুণদের সঙ্গে মিলে গেছেন বলে ইন্ডাস্ট্রিতে ফিসফাস।

কিন্তু এমন গুঞ্জনের কারণ কী? গত কয়েক দিনে ঘটে যাওয়া একাধিক ঘটনাকে এই গুঞ্জনের উৎস হিসেবে মনে করা হচ্ছে।

ঘটনা এক: ভোটে জেতার ১৮ দিন পর গত ১৬ ফেব্রুয়ারি এফডিসিতে শপথ নেন অঞ্জনা। তাকে শপথ পড়ান শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। অঞ্জনাই প্রথম মিশা-জায়েদ প্যানেল থেকে শপথ নেন এবং সেদিন এই প্যানেলের আর কেউই উপস্থিত ছিলেন। তিনি একা শপথ নেন। গুঞ্জনের সূত্রপাত সেদিন থেকেই।

ঘটনা দুই: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শিল্পী সমিতিতে নারী শিল্পীদের জন্য বিশেষ আয়োজন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই আয়োজনে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী পাঁচ নারী সদস্যের মধ্যে একমাত্র অঞ্জনাই উপস্থিত ছিলেন। নিপুণদের সঙ্গে তিনি দুপুরের খাবারও খান এবং ওই আয়োজনের জন্য নিপুণের ভূয়সী প্রশংসাও করেন।

ঘটনা তিন. ১৩ মার্চ নিপুণ তার প্যানেল থেকে বিজয়ীদের সঙ্গে নিয়ে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে খাওয়াদাওয়াও করেন। সেখানেও নিপুণ-রিয়াজদের সঙ্গে উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী অঞ্জনা। অভিনেত্রী নিজের ফেসবুকে সেই ছবি পোস্টও করেন।

একাধিক এই ঘটনা দেখার পরই মূলত গুঞ্জন উঠেছে, অঞ্জনা কি তবে নিপুণদের সঙ্গে মিলে গেলেন? এ সম্পর্কে জানতে অঞ্জনার সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া মেলেনি। কারণ, আজ এই অভিনেত্রীর মন ভালো নেই। ‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমানের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সে কথা প্রকাশও করেছেন।

আজিজুর রহমানের পরিচালনায় ‘মেহমান’, ‘ফুলেশ্বরী’ ও ‘অশিক্ষিত’ ছবিগুলোতে অভিনয় করেছেন অঞ্জনা। সে সব ছবি পোস্ট করে একসময়ের জনপ্রিয় এই নায়িকা জানিয়েছেন তার অনুভূতির কথা, নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা। সোমবার দিনগত রাত ১১টার দিকে মারা যান পরিচালক আজিজুর রহমান।

ঢাকাটাইমস/১৫ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা