নারী ভক্তকে রণবীরের চোখ মারার দৃশ্য ভাইরাল, আলিয়া দেখেছেন তো?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২২, ১৮:৩৬
অ- অ+

বলিউডের ‘চকোলেট বয়’ রণবীর কাপুর। অনেকে তাকে ‘লেডিজম্যান’ বলেও ডেকে থাকেন। ব্যালেচর তকমা ঘুচিয়েছেন গতমাসেই। কিন্তু রণবীরের চার্মিং স্মাইলে আজও পাগলপারা লাখো তরুণীর হৃদয়।

গত শনিবার অল স্টারস ফুটবল ক্লাবের হয়ে ফুটবল পায়ে দুবাইতে দাপিয়ে বেড়ালেন রণবীর। সেলিব্রিটি ফুটবল লিগের এই ম্যাচে রণবীর ছাড়াও অংশ নেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানের মতো বলিউড নায়করা।

এদিন প্রিয় তারকাদের দেখতে দুবাইয়ের মাঠে উপচে পড়েছিল ভিড়। সাজঘর থেকে মাঠে প্রবেশের মুখে পছন্দের তারকার নাম ধরে চিৎকার করছিলেন সবাই।

সেই ভিড় থেকেই এক তরুণী রণবীরকে লক্ষ্য করে বলে বসেন, ‘আমি তোমাকে ভালোবাসি রণবীর’। ভালোবাসার এই ডাক কানে পৌঁছেছিল পর্দার ‘সঞ্জু’র। পেছনে ফিরে তাকিয়ে পালটা চোখ মারেন রণবীর। ব্যাস! দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠেন অনুরাগীরা।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন রণবীরের প্রতি। আবার কেউ কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই ভাগ্যবান’। কেউ কেউ আবার লিখেছেন, ‘বউ থাকতেও ছেলেটা শুধরালো না’।

তবে ওই সৌভাগ্যবতীর কাহিনি এখানেই শেষ নয়। ম্যাচ শেষে রণবীর এসে হাত মেলান তার ভক্তদের সঙ্গে। এমনকি সেলফিও তোলেন। রণবীরের হাতের ছোঁয়া এখনও ভুলতে পারছে না ওই যুবতী। রীতিমতো ঘোরে রয়েছে।

সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন ওই তরুণী। কিন্তু তাকে রণবীরের চোখ মারার দৃশ্য স্ত্রী আলিয়া ভাট দেখেছেন তো? যদিও এ খবর এখনও জানা যায়নি। দেখলে তিনি রেগে যাবেন না তো? জবাব মিলবে সময় হলেই।

(ঢাকাটাইমস/১১ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা