ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২২, ২১:৩৪

রুশ কূটনীতিকদের ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করায় পাল্টা জবাবে ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্পেনের ২৭ ও ইতালির ২৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। চলমান যুদ্ধের কারণে রুশ কূটনীতিকদের বহিষ্কার করার প্রতিশোধ হিসেবেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, মস্কোর স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মী ও সেন্ট পিটার্সবার্গে স্প্যানিশ কনস্যুলেট জেনারেলকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানায়, ইতালির ২৪ কূটনীতিককেও দেশ ছাড়তে বলা হয়েছে। অপরদিকে রাশিয়ার ২৫ কূটনীতিককে বহিষ্কার মাদ্রিদের রুশ দূতাবাস থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছিল স্পেন। এর আগে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

(ঢাকাটাইমস/১৮মে/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :