টঙ্গীতে ভেজাল খাবার তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩

গাজীপুরের টঙ্গীতে পঁচা দুর্গন্ধযুক্ত ভেজাল খাবার তৈরি ও বিক্রির অপরাধে মিস্টার ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের চারজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ পঁচা দুর্গন্ধযুক্ত বিস্কুট ও বেকারি পণ্য তৈরি সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) হাফিজুল ইসলাম।

গেপ্তারকৃতরা হলেন, মিস্টার ফুড প্রোডাক্টস বেকারির ব্যবস্থাপক খন্দকার জাবেদ (২১), কর্মচারী রিফাত (২১), এমদাদুল চৌধরী (২১), মোসাদ্দেক আলী (২৪)। অভিযানের পর থেকে পলাতক রয়েছেন বেকারির মালিক আনোয়ার হোসেন।

অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদেরভিত্তিতে মঙ্গলবার রাতে দত্তপাড়া বনমালা রোড এলাকার মিস্টার ফুড প্রোডাক্টস বেকারিতে অভিযান চালিয়ে এক বস্তা ভেজাল পঁচা নষ্ট বিস্কুট, ময়লাযুক্ত বিস্কুটের গুড়া, ভেজাল রঙ দেওয়া পচা কেক, বাটার বন, ১৫ কেজি ভেজাল গুড় মিশ্রিত ময়দা, দুর্গন্ধযুক্ত শিরা ও বেকারি পণ্য তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :