নাবলুসে ইসিরায়েলি অভিযান: নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৯

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও বহুসংখ্যক আহত হয়েছে।

বুধবারের অভিযানে কমপক্ষে ১০২ জন আহত হয়েছে। এর মধ্যে ৮২ জন সরাসরি গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় সকাল ১০টায় সেনাবাহিনী ডজন ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান চালানোর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

একটি বাড়ি ঘেরাও করার আগে সেনাবাহিনী শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেয়। বাড়িটিতে ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলিম থাকতো বলে জানা গেছে।

লায়ন্স ডেন সশস্ত্র গোষ্ঠী একটি বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি ঘোষিত বালাতা ব্রিগেড গ্রুপের পাশাপাশি অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে’। তারা এর বেশি বিস্তারিত কিছু জানায়নি।

২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ১৩ শিশুসহ ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর মুখোমুখি বেসামরিক ব্যক্তিরা এবং পথচারীরাও নিহত হয়েছে, পাশাপাশি লক্ষ্যবস্তু হত্যাকাণ্ডে এবং সশস্ত্র সংঘর্ষের সময় ফিলিস্তিনি যোদ্ধারাও নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :