গত বছর কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন ১২১ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২:৫১ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১২:১৩

২০২২ সালে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় ১২১ জন পুলিশ সদস্য জীবন দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম।

বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম বলেন, ‘২০২২ সালে বিভিন্ন কারণে দেশে মোট ২৯১ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন ১২১ জন পুলিশ সদস্য।’

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘সহকর্মীদের এই আত্মত্যাগ প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করতে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে যাচ্ছে। তারা জীবন উৎসর্গ করে যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে তা জাতি চিরদিন স্মরণ করবে।’

অতিরিক্ত আইজিপি তার স্বাগত বক্তব্যে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এছাড়া অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/আরআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

১১ যুগ্মসচিব নতুন দায়িত্বে

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক পেল বাংলাদেশ পুলিশ

ফাঁসতে যাচ্ছেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান! কী অভিযোগ তার বিরুদ্ধে?

সিনিয়র সচিব হলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান

শেরপুরের এসপিকে বদলি, নতুন দায়িত্বে আকরামুল হোসেন

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

অবসরে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

পুলিশের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই তল্লাশি করতে হবে, কেন এ নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :