গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৩, ১২:১২

গ্রিসে গত মঙ্গলবার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাড়িয়েছে। একজন মরদেহ পরীক্ষক এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তদন্তে কাজ করা দশজন মরদেহ পরীক্ষকের একজন এলেনি জাগেলিডো বলেছেন, ৫৭টি অক্ষত দেহ থেকে ডিএনএ নেওয়া হয়েছে।

বিপর্যয়ের পর বৃহস্পতিবার সরকারি অবহেলাকে দায়ী করে একদিনের ধর্মঘট করেছে রেলকর্মীরা।

লারিসা শহরের কাছে এই বিপর্যয়ে হতবাক এথেন্স এবং থেসালোনিকিতে দুই হাজারেরও বেশি মানুষ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে।

অ্যাথেন্সের পেনশনভোগী স্ট্যাভ্রস নান্টিস বলেছেন, ‘আমরা কোম্পানির প্রতি, সরকার এবং অতীতের সরকারগুলির উপর ক্ষুব্ধ, যারা গ্রিক রেলওয়ের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি।’

উদ্ধারকর্মীরা এখনও পোড়া ও বাঁকানো গাড়ির মধ্যে ভিকটিমদের খোঁজ করছেন।

উদ্ধারকারী কনস্টান্টিনোস ইমানিমিডিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত’, কারণ জীবন বাঁচানোর পরিবর্তে আমাদের মৃতদেহ উদ্ধার করতে হবে।’

৩৫০ জনকে বহনকারী একটি যাত্রী পরিষেবা ট্রেন মঙ্গলবার মধ্যরাতের ঠিক আগে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, যখন তারা একই ট্র্যাকে শেষ হয়। এর ফলে সামনের গাড়িগুলি আগুনে ফেটে যায়।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :