ফরিদপুরে স্কুলের মেয়েদের মাঝে সাইকেল বিতরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ২১:৩৫
অ- অ+

দাতব্য প্রতিষ্ঠান এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুরে গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২০ জন ছাত্রীকে বিনা মূল্যে সাইকেল দেয়া হয়েছে।

৭ম শ্রেণির ছাত্রী ফাহিমা ও তানজিলার হাতে সাইকেল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের ট্রাস্টি এম.নূরুল আলম। এরপর অন্য ১৮ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, কামাল আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিবর্গ।

দূরবর্তী গন্তব্য থেকে স্কুলে যাতায়াতকারী মেধাবী ছাত্রীদের গত ২০১৮ সাল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে এই সাইকেল বিতরণ চলে আসছে। এ যাবত শতাধিক ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই সাইকেল পেয়ে ছাত্রীদের শুধু যাতায়াতে সুবিধা হচ্ছে তাই নয়, তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, ফাউন্ডেশন দীর্ঘকাল যাবত স্কুলটির সার্বিক কল্যাণ তথা এলাকার শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা