অস্তিত্বের লড়াইয়ে কারো সঙ্গে আপস নয়: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ জুন ২০২৩, ১৫:০১ | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৪:৩৭

বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ে কারো সঙ্গে আপস না করার প্রত্যয় ব্যক্ত করে বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনোদিন আপস করব না এই সরকারের সঙ্গে। এই অস্তিত্বের লড়াইয়ে যে যেখানেই আছেন বা যে পরিচয়েই আছেন তারা আমাদের বন্ধু।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে স্বাধীনতা ঐক্য পরিষদ।

আরও পড়ুন>>রাজনীতিতে হঠাৎ ‘জামায়াতের উত্তাপ’

‘বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে’- এ মন্তব্য করে আলাল বলেন, বাংলাদেশকে এই ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াত কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে।’

তিনি বলেন, ‘কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াতে ইসলামী নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কী হলো বা এমন কোন গোপন চুক্তি হলো যে জামায়াতে ইসলামীকে কর্মসূচি পালন করতে দেয়া হলো। যাই হোক, আমরা এতে খুশি। কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোনো দল। আর জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য।’

সরকার গুম দিবস পালন করতে সংকোচ বোধ করে উল্লেখ করে আলাল বলেন, ‘গুম হওয়া পরিবারগুলোর সামনে সরকার তাদের বিকৃত চেহারা উন্মোচন করতে চায় না। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই সরকার কখনো ৩০ আগস্ট গুম দিবস পালন করতে চায় না। এটা ছাড়া সরকার বাকি সব দিবসই পালন করে। অর্থাৎ সরকার জানে তাদের প্রকৃত চেহারা সাধারণ মানুষের কাছে উন্মোচন হয়েছে।’

বিএন‌পির এই যুগ্ম মহাস‌চিব বলেন, ‘এসব গুম হওয়া পরিবারের আর্তনাদের পেছনে যারা জড়িত আছেন তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। ’ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। এতে উপস্থিত ছিলেন নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ, কৃষকদ‌লের যুগ্ম সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১২জুন/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :