রাশিয়ার ভোরোনাজ শহরের সামরিক স্থাপনা দখলে নিয়েছে ওয়াগনার গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:০২ | প্রকাশিত : ২৪ জুন ২০২৩, ১৫:৫০

ওয়াগনার যোদ্ধারা রোস্তভ-অন-ডন (যেখানে ওয়াগনারও বলেছে এটি দায়িত্বে রয়েছে) এবং রাজধানী মস্কোর মধ্যবর্তী অর্ধেক পয়েন্ট ভোরোনেজ শহরের সমস্ত সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। বিবিসি নিউজের রুশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভোরোনিজ শহরের কর্মকর্তারা এখনও প্রকাশ্যে দাবির বিষয়ে মন্তব্য করেননি।

এদিকে, ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকসান্দ্র গুসেভ সতর্ক করেছেন যে এই অঞ্চলে একটি সাঁজোয়া কলামের আন্দোলন সম্পর্কে অনেক ভুয়া প্রতিবেদন প্রচারিত হচ্ছে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী এখন প্রাথমিক ঘোষিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোরোনেজ অঞ্চলে ‘অপারেশনাল এবং যুদ্ধ ব্যবস্থা’ পরিচালনা করছে।

ভোরোনেজ অঞ্চলটি এখনও মস্কো থেকে অনেক দূরে, যা ওয়াগনার গ্রুপ মার্চ করার হুমকি দিয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :