রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০২৩, ১৫:১১

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুজামিয়া চর নামক স্থানে রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।

বুধবার গভীর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুজামিয়া চর স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৩৫৬০ পিস ওষুধ জব্দ করে। যার বাজারমূল্য দুই লক্ষ সাতসট্টি হাজার দুইশত চল্লিশ টাকা। এ সময় কাওকে আটক করা যায়নি।

আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :